Vaibhav Suryavanshi: অনুপ্রেরণা জুগিয়েছেন শুভমন, রেকর্ড শতরানের পরের ম্য়াচেই দু'শো করার লক্ষ্যে বৈভব সূর্যবংশী
IND U19 vs ENG U19: বৈভবের ১৪৩ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল ৫৫ রানে চতুর্থ ম্যাচ জিতে সিরিজ়ও নিজেদের নামে করে নিয়েছে।
উরস্টারশায়ার: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), এই নামটার সঙ্গে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীরা পরিচিত। আইপিএলে ব্যাট হাতে নিজের দক্ষতা আগেই বিশ্বের সামনে তুলে ধরেছে সে। এবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও একইরকম দাপট দেখাচ্ছে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার, ৫ জুলাই তার ব্যাট থেকে আসল অনবদ্য শতরান।
উরস্টারশায়ারের নিউ রোড স্টেডিয়ামে বৈভব শনিবার ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলে। ৫২ বলে সে শতরান হাঁকান। যুব ওয়ান ডে ফর্ম্যাটে এটাই দ্রুততম শতরানের রেকর্ড। বাঁ-হাতি ওপেনার শেষমেশ ৭৮ বলে ১৪৩ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরে। ভারতীয় দল তার বিধ্বংসী সেঞ্চুরি ইনিংসে ভর করেই ম্যাচ ও সিরিজ় জিতে নেয়। এই ম্য়াচ শেষে সূর্যবংশী জানায় সে ভারতীয় টেস্ট দলের শুভমন গিলের থেকে অনুপ্রেরণা পান।
দিনকয়েক আগেই শুভমনের দ্বিশতরানের ইনিংসের সাক্ষী ছিলেন বৈভবসহ গোটা ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেই ম্য়াচ গিলের দ্বিশতরানের ইনিংস তাকে অনুপ্রেরিত করে বলে জানায় ১৪ বছর বয়সি ব্যাটার। শতরান করেই সন্তুষ্ট নয়, পরেরবার দ্বিশতরানের লক্ষ্যে সে ব্য়াট করবে বলেও জানিয়ে দেয় বৈভব।
বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'আমি ওঁর থেকে অনুপ্রেরণা পাই। ম্যাচটা তো সামনে থেকেই দেখেছিলাম আমরা। একশো বা দুইশো রান করে কিন্তু ওঁ থামেনি, দলকে আরও এগিয়ে নিয়ে যান। আমি পরবর্তী ম্যাচে ২০০ রান করার চেষ্টা করব। দেখব যাতে গোটা ৫০ ওভার ব্য়াট করতে পারি। আমি যত রান করব, আমার দলের জন্য তা ততটাই লাভদায়ক হবে। পরের ম্যাচে আমি গোটটা টিকে থাকার লক্ষ্যে খেলব।'
বৈভবের এই মন্তব্য কিন্তু প্রতিপক্ষ দলের জন্য বেশ বড় সতর্কবার্তা। পাশাপাশি এই মন্তব্য তার রানের খিদেটাও বোঝানোর জন্য যথেষ্ট। বৈভব তো সিরিজে ভাল খেলছেই, তার সঙ্গে ১৮ বছর বয়সী ক্রিকেটার বিহান মলহোত্রও ভাল খেললেন । বিহানও এই ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। বিহানও ঝোড়ো ব্যাটিং করেন। বিহান তাঁর ইনিংসে ১৫টি চার এবং তিনটি ছয় মারেন । বিহান এবং বৈভব মিলে দ্বিতীয় উইকেটে ২১৯ রানের রেকর্ড পার্টনারশিপ করেন। ৫০ ওভারে ভারত তোলে ৩৬৩/৯। ৫৫ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিল ভারত। পরের ম্যাচে বৈভব কেমন খেলেন এবার সেটাই দেখার বিষয়।
বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'আমি ওঁর থেকে অনুপ্রেরণা পাই। ম্যাচটা তো সামনে থেকেই দেখেছিলাম আমরা। একশো বা দুইশো রান করে কিন্তু ওঁ থামেনি, দলকে আরও এগিয়ে নিয়ে যান। আমি পরবর্তী ম্যাচে ২০০ রান করার চেষ্টা করব। দেখব যাতে গোটা ৫০ ওভার ব্য়াট করতে পারি। আমি যত রান করব, আমার দলের জন্য তা ততটাই লাভদায়ক হবে। পরের ম্যাচে আমি গোটটা টিকে থাকার লক্ষ্যে খেলব।'
বৈভবের্তব্য কিন্তু প্রতিপক্ষ দলের জন্য বেশ বড় সতর্কবার্তা। পাশাপাশি এই মন্তব্য তার রানের খিদেটাও বোঝানোর জন্য যথেষ্ট। বৈভব তো সিরিজে ভাল খেলছেই, তার সঙ্গে ১৮ বছর বয়সী ক্রিকেটার বিহান মলহোত্রও ভাল খেললেন । বিহানও এই ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। বিহানও ঝোড়ো ব্যাটিং করেন। বিহান তাঁর ইনিংসে ১৫টি চার এবং তিনটি ছয় মারেন । বিহান এবং বৈভব মিলে দ্বিতীয় উইকেটে ২১৯ রানের রেকর্ড পার্টনারশিপ করেন। ৫০ ওভারে ভারত তোলে ৩৬৩/৯। ৫৫ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিল ভারত। পরের ম্যাচে বৈভব কেমন খেলেন এবার সেটাই দেখার বিষয়।
Tags
#India vs England