India vs England 2nd Test: ভারতের জয়ের পথে কাঁটা? বার্মিংহাম থেকে আবহাওয়ার উদ্বেগজনক আপডেট দিলেন হর্ষ ভোগলে

 India vs England 2nd Test: ভারতের জয়ের পথে কাঁটা? বার্মিংহাম থেকে আবহাওয়ার উদ্বেগজনক আপডেট দিলেন হর্ষ ভোগলে

ENG vs IND: দ্বিতীয় টেস্ট জিততে ইংল্যান্ডের এখনও ৫৩৬ রানের প্রয়োজন, ভারতের দরকার সাত উইকেট।


বার্মিংহাম: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই  শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য আরও ৫৩৬ রানের প্রয়োজন। তবে সেই তুলনায় ভারতীয় দলের জয়ের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু হর্ষ ভোগলে যা আপডেট দিচ্ছেন, তাতে ভারতীয় অনুরাগীদের উদ্বেগ বাড়বেই। 

যশপ্রীত বুমরা এই টেস্ট ম্যাচে খেলেননি। ভারতীয় দল পিছিয়ে থাকা অবস্থায় বুমরার না খেলা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন এই ম্যাচে বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের জয়ের সম্ভাবনা অনেকটাই কম। তবে অবশ্য বর্তমান পরিস্থিতিতে সবাইকে  ভুল প্রমাণ করে দিয়ে ভারতই জয়ের জন্য ফেভারিট। কিন্তু আবহাওয়া ভারতের মুখ থেকে কিন্তু জয়ের সুযোগ কেড়ে নিতে পারে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হর্ষ ভোগলে (Harsha Bhogle) একটি পোস্ট করে বার্মিংহামের আবহাওয়ার আপডেট দেন। তাঁর দেওয়া আপডেট কিন্তু ভারতীয় সমর্থকদের জন্য খুব একটা আনন্দদায়ক নয়। হর্ষ লেখেন, 'বার্মিংহামে এখন বৃষ্টি হচ্ছে। ইউকে মেট অফিসের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি সবটাই মিলেছে। ওদের তরফে বলা হচ্ছে ১১টি পর্যন্ত বৃষ্টি হবে। তারপর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে আসবে।'  

ভারতীয় দলের জয়ের জন্য সাতটি উইকেটের প্রয়োজন। কিন্তু বৃষ্টি বিঘ্ন সৃষ্টি করলে কিন্তু সেই সম্ভাবনা কমে আসবে। শেষমেশ কী হয় এখন সেটাই দেখার বিষয়। সামনে ৬০৮ রানের বিশাল লক্ষ্য। বৃষ্টি না হলে ম্যাচের এখনও ১০৮ ওভারের খেলা বাকি। এই পরিস্থিতিতে রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ১৬ ওভারে ৭২/৩। 

আকাশ দীপের বল খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা। ৮ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট তাঁর। একটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে বল হাতে ভারতের নায়ক সিরাজ। জ্যাক ক্রলিকে ফিরিয়ে তিনিই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কাটি দেন। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন অলি পোপ (২৪ রানে ব্যাটিং) ও হ্যারি ব্রুক (১৫ ব্যাটিং)। এঁদের মধ্যে ব্রুক প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এখনও ব্যাট করা বাকি প্রথম ইনিংসে বিধ্বংসী সেঞ্চুরি করা জেমি স্মিথের। 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post