এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ মুঠোয় #Indu19vsengu19 #bcci বিস্তারিত পড়ুন

 Ind U19 vs Eng U19: বিলেতে বৈভব-বিহানের ব্যাটের দাপট, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত

Indian Cricket Team: ভারতের সঙ্গে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে একদিনের সিরিজ চলছে। চতুর্থ ম্যাচ ৫৫ রানে জিতে সিরিজও জিতে নিল ভারত।

বৈভব সূর্যবংশী এবং বিহান মলহোত্রর দাপট।

লন্ডন: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের (India vs England Test Series) মাঝেই ভারতের সঙ্গে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে একদিনের সিরিজ চলছে । এই সিরিজে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দারুণ ফর্মে রয়েছে । ১৪ বছর বয়সী বৈভব আগের ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছিল । এবার চতুর্থ একদিনের ম্যাচে বৈভব দুরন্ত সেঞ্চুরি করেছে । বৈভব তো সিরিজে ভাল খেলছেই, তার সঙ্গে ১৮ বছর বয়সী ক্রিকেটার বিহান মলহোত্রও ভাল খেললেন । বিহানও এই ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন । ৫৫ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিল ভারত । 

বৈভবের পর বিহানের দুর্দান্ত সেঞ্চুরি

বৈভব ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছে । বৈভব মাত্র ৭৮ বলে ১৪৩ রান করে । সেই ইনিংসের সময় বৈভব ১৩টি চার এবং ১০টি ছয় মারে । বিহানও ঝোড়ো ব্যাটিং করেন । বৈভব ১২১ বলে ১২৯ রানের ইনিংস খেলেন । বিহান তাঁর ইনিংসে ১৫টি চার এবং তিনটি ছয় মারেন । বিহান এবং বৈভব মিলে দ্বিতীয় উইকেটে ২১৯ রানের রেকর্ড পার্টনারশিপ করেন ।


ভারতের সিরিজ জেতার সুযোগ

ভারতীয় দলের ইনিংসের শুরুটা ভাল হয়নি । ভারতীয় দলের অধিনায়ক আয়ুষ মাত্রে এই ম্যাচে ১৪ বলে ৫ রান করে আউট হন । এরপর বৈভব ও বিহান দ্রুত ব্যাটিং শুরু করেন । দুই ক্রিকেটার ১৪৪ বলে ২১৯ রান যোগ করেন, যার ফলে ভারতীয় দল ইংল্যান্ডের সামনে ৩৬৪ রানের বিশাল লক্ষ্য রাখে । ৫০ ওভারে ভারত তোলে ৩৬৩/৯ ।

বিহান-বৈভব ছাড়া অন্য কোনও খেলোয়াড় বড় ইনিংস খেলতে পারেননি । রাহুল ও হরবংশ কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান । অভিজ্ঞান কুন্ডু ৩৩ বলে ২৩ রান করেন ।
ভারতীয় দল এই ম্যাচ জিতলে সিরিজও জিতে নিত । কারণ, ভারতীয় দল পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলই । ভারতীয় দল চতুর্থ ম্যাচেও জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলল । ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারতের যুব দল ।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post