ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর #EastBengal #souvikchakrabarti বিস্তারিত পড়ুন

 East Bengal: মরশুমের শুরুতেই সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, মিডফিল্ডারের সঙ্গে আরও ২ বছরের চুক্তি

Souvik Chakrabarti: গত মরসুমে সৌভিক সব মিলিয়ে ২৮টি ম্যাচ খেলেছিলেন । আইএসএলে খেলেছেন ২০টি ম্যাচ ।

নতুন চুক্তি সৌভিকের। - ইস্টবেঙ্গল
Source : East Bengal

কলকাতা: কলকাতা ফুটবল লিগে প্রথম ম্যাচে প্রতিপক্ষকে সাত গোল দিয়ে মরশুম শুরু করেছিল ইস্টবেঙ্গল । দ্বিতীয় ম্যাচে ড্র করলেও, নতুন মরশুম নিয়ে স্বপ্ন দেখছে লাল-হলুদ জনতা ।


তার মাঝেই শনিবার লাল-হলুদ সমর্থকদের জন্য এল দারুণ সুখবর । অভিজ্ঞ বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) সঙ্গে চুক্তির মেয়াদ আরও ২ বছরের জন্য বাড়াল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) । ২০২৬-২৭ মরসুমের শেষ পর্যন্ত লাল-হলুদ জার্সি পরে খেলবেন সৌভিক ।

২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন সৌভিক । ইস্টবেঙ্গলের হয়ে ৬৫টি ম্যাচ খেলেছেন তিনি । মোট ৪,৬০১ মিনিট মাঠে কাটিয়েছেন লাল-হলুদ জার্সি পরে । একটি গোল করার পাশাপাসি একটি গোলে সহায়তা করেছেন । গত মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে থিম্পুতে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছিলেন সৌভিক । 

গত মরসুমে সৌভিক সব মিলিয়ে ২৮টি ম্যাচ খেলেছিলেন । আইএসএলে খেলেছেন ২০টি ম্যাচ । চুক্তি নবীকরণের ঘোষণা করে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিংটো বলেছেন, 'সৌভিকের চুক্তি দু'বছরের জন্য নবীকরণ করতে পেরে আমরা ভীষণ খুশি । বাংলার ছেলে সৌভিক ইস্টবেঙ্গলের মুল্যবোধকে ফুটবলের মাঠে তুলে ধরে । প্রায় ১৫০টি আইএসএল ম্যাচ খেলা মিডফিল্ডারদের মধ্যে সৌভিক একজন । দলের জুনিয়ররা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে ।'


ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেছেন, 'সৌভিকের চুক্তি নবীকরণ শুধুমাত্র একজন ভাল মানের খেলোয়াড়কে ধরে রাখার বিষয় নয়, এটি আমাদের দলের পরিচয়, লড়াই ও উৎসর্গের প্রতি শ্রদ্ধার প্রতিফলন । ও দলের মধ্যে যে সম্মান অর্জন করেছে, তা প্রশংসার দাবি রাখে ।'

সৌভিক বলেছেন, 'গত তিন মরশুম ধরে এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলা আমার কাছে গর্বের বিষয় । ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জিতেছি এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছি । আগামী দুই মরশুমে আরও ভাল খেলতে চাই । ক্লাবকে আরও সাফল্য এনে দিতে চাই ।'

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post