India vs England 2nd Test: সম্ভবত ম্যাচের সেরা বলে রুটকে আউট করেও বিতর্কের কেন্দ্রে আকাশ দীপ, কিন্তু কেন? Akash Deep: বার্মিংহামে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই দুই উইকেট নিয়ে ফেলেছেন আকাশ দীপ।

 India vs England 2nd Test: সম্ভবত ম্যাচের সেরা বলে রুটকে আউট করেও বিতর্কের কেন্দ্রে আকাশ দীপ, কিন্তু কেন?

Akash Deep: বার্মিংহামে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই দুই উইকেট নিয়ে ফেলেছেন আকাশ দীপ।

রুটকে আউট করে আকাশ দীপের সেলিব্রেশন
Source : আইসিসি এক্স

বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test) জয়ের লক্ষ্যে মরিয়া ভারতীয় দল। বার্মিংহামে ম্যাচের শেষদিন ভারতীয় দলের জয়ের জন্য আর সাত উইকেট প্রয়োজন। ভারতীয় দলের হয়ে বড় ভরসা আকাশ দীপ (Akash Deep)। বুমরার বদলে এই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে নজর কেড়েছেন বাংলার হয়ে খেলা ফাস্ট বোলার। প্রথম ইনিংসে চার উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দল এখনও যে তিনটি উইকেট নিয়েছে, তার মধ্যে দুইটিই নিয়েছেন আকাশ দীপ। সম্ভবত ম্যাচের সর্বসেরা বলে জো রুটের (Joe Root) স্টাম্প ভাঙেন আকাশ দীপ। সেই নিয়ে এবার বিতর্ক।

জো রুটের মতো ব্যাটারের রক্ষণ ভাঙা যে সহজ নয়, তা সকলেই জানেন। দুরন্ত বল ব্যতীত বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের অন্যতম রুটকে পরাস্ত করা সহজ নয়। আকাশ দীপ ঠিক এমনই এক বলে রুটকে আউট করেন। তাঁর দুরন্ত বল ধারাভাষ্যকারদেরও মন্ত্রমুগ্ধ করে। যদি আম্পায়াররা এই বলকে বৈধ বলেই মনে করেন। তবে অনেক ধারাভাষ্যকার তথা নেটিজেনরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন।

এমসিসির নিয়ম অনুযায়ী বোলারের পা সামনের লাইনের মধ্যে তো বটেই, রিটার্ন ক্রিজের মধ্যেও থাকা জরুরি, তবে সেই বল বৈধ হবে। রিটার্ন ক্রিজে বোলারের পা স্পর্শ করলেও কিন্তু তা নো বল হওয়ার কথা। আকাশ দীপের জো রুটকে করা বলটির সময় ফাস্ট বোলারের এক পা রিটার্ন ক্রিজে স্পর্শ করছিল বলে অনেকেই মনে করছেন। আম্পায়াররা এই বিষয়টি চেক করেননি বলে অনেকেই দাবি করেন।

অবশ্য সেই সময় ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ধারাভাষ্য দিচ্ছিলেন। শাস্ত্রী জানান যে আকাশের পা রিটার্ন ক্রিজের মধ্যেই ছিল এবং বল ছাড়ার সময় কিছুটা হওয়ায় ছিল। বল হয়ে যাওয়ার পরেই তা রিটার্ন ক্রিজ স্পর্শ করে, তাই এই বলটা বৈধ। তবে এই যুক্তি অনেকেই মানতে চাইছেন। এর জেরেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। 

প্রসঙ্গত, চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৭২ রান। ম্য়াচের পঞ্চম দিনে ভারতীয় দলকে যেখানে জয়ের জন্য সাতটি উইকেটের প্রয়োজন, সেখানে ইংল্যান্ডকে আরও ৫৩৬ রান তুলতে হবে। আপাতত যে ভারতীয় দল ম্যাচে এগিয়ে, তা বলাই বাহুল্য। তবে ম্যাচে বৃষ্টির জেরে পঞ্চম দিনের খেলা এখনও শুরু হয়নি। বৃষ্টিই কিন্তু ভারতীয় দলের জয়ের জন্য বড় বাঁধা হয়ে উঠতে পারে।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post