ENG vs IND 3rd Test: সুন্দরের ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড, লর্ডসে সিরিজ়ে লিড নিতে ভারতের লক্ষ্য ১৯৩
ENG vs IND 3rd Test: সুন্দরের ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড, লর্ডসে সিরিজ়ে লিড নিতে ভারতের লক্ষ্য ১৯৩
Source : ABPLive
লন্ডন: চা পানের বিরতির পর এক ঘণ্টাও টিকল না ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৭ রান যোগ করে বাকি চার উইকেট হারাল ইংল্যান্ড। অল্পের জন্য অনার্স বোর্ডে নাম তোলা হল না ওয়াশিংটন সুন্দরের। তবে চার উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের ব্যাটিংয়ে মূলত ধস নামালেন। ১৯২ রানেই অল আউট হয়ে গেল ইংরেজরা। ভারতকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে এবং সিরিজ় লিড নিতে চতুর্থ ইনিংসে ১৯৩ রান করতে হবে।