Shubman Gill: লর্ডসে ১৮ রান করলেই এমন রেকর্ডের মালিক হবেন শুভমন, যে নজির ভারতের আর কারও নেই
India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে শুভমন ৫৮৫ রান করেছেন।
কীর্তির সামনে দাঁড়িয়ে শুভমন গিল।
Source : सोशल मीडिया
লর্ডস: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি ১০ জুলাই, বৃহস্পতিবার থেকে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট মাঠে খেলা হবে। এই ম্যাচে ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ইতিহাস তৈরি করতে পারেন। ইতিহাসের পাতায় নিজের নাম লেখার জন্য গিলকে তৃতীয় টেস্টে মাত্র ১৮ রান করতে হবে।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে শুভমন ৫৮৫ রান করেছেন। এজবাস্টনে খেলা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গিল ডাবল সেঞ্চুরি করেছিলেন, এবং দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন। এখন শুভমন গিলের ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় হওয়ার সুযোগ রয়েছে।
দ্রাবিড়-কোহলি-গাওস্কর সবাই পিছিয়ে পড়বেন
জানিয়ে রাখা যাক, ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখনও রাহুল দ্রাবিড়ের দখলে। দ্রাবিড় ২০০২ সালে ৬ ইনিংসে প্রায় ১০০-র গড়ে ৬০২ রান করেছিলেন। এরপর এই রেকর্ড তালিকায় বিরাট কোহলির নাম রয়েছে। কিংগ কোহলি ২০১৮ সালে ১০ ইনিংসে ৫৯.৩০-এর গড়ে ৫৯৩ রান করেছিলেন। শুভমন গিল দুটি টেস্টের চার ইনিংসে ইতিমধ্যেই ৫৮৫ রান করেছেন। এই অবস্থায় লর্ডসে খেলা তৃতীয় টেস্টে আর ১৮ রান করলেই প্রিন্স গিল সবাইকে পেছনে ফেলে ইতিহাস তৈরি করবেন। উল্লেখ্য, কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাওস্কর ১৯৭৯ সালে সাত ইনিংসে ৫৪২ রান করেছিলেন।
টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক
শুভমন গিল এজবাস্টনে খেলা দ্বিতীয় টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। তিনি এমনটা করা তৃতীয় ভারতীয় অধিনায়ক। গিলের আগে ২০১৪ সালে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। তার আগে কিংবদন্তি সুনীল গাওস্কর ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতা টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।
এজবাস্টন টেস্টে একের পর এক রেকর্ড গড়েছেন শুভমন গিল (Shubman Gill)। বিশ্বের নবম ব্যাটার হিসাবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন। দ্বিতীয় ভারতীয় হিসাবে যে নজির গড়লেন তিনি। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে যে নজির গড়েছিলেন সুনীল গাওস্কর। ইংল্যান্ডের মাটিতে এই কীর্তি এর আগে একবারই হয়েছে। সেটাও করেছিলেন এক অধিনায়ক। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে করেছিলেন গ্রাহাম গুচ।