Mohun Bagan: কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের, বিতর্কিত ম্যাচে লাল কার্ডের ছড়াছড়ি
CFL 2025: প্রথম ম্যাচে আটকে গিয়েছিল সবুজ-মেরুন রথ । তবে কলকাতা লিগে (CFL 2025) তারপর থেকে টানা দ্বিতীয় জয় পেল মোহনবাগান (Mohun Bagan) ।
কলকাতা ফুটবল লিগে জিতল মোহনবাগান। - IFA
Source : IFA
ব্যারাকপুর: প্রথম ম্যাচে আটকে গিয়েছিল সবুজ-মেরুন রথ । তবে কলকাতা লিগে (CFL 2025) তারপর থেকে টানা দ্বিতীয় জয় পেল মোহনবাগান (Mohun Bagan) । আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারানোর পর সবুজ-মেরুনের তরুণ ব্রিগেড সোমবার জিতল রেলওয়ে এফসির বিরুদ্ধে । ২-০ গোলে ম্যাচ জিতল মোহনবাগান । সবুজ-মেরুন শিবিরের হয়ে গোল করেন সন্দীপ মালিক ও শিবম মুণ্ডা ।
সোমবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায় স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক । দুরন্ত ভলিতে জালে বল জড়ান সবুজ-মেরুন শিবিরের অধিনায়ক । একেবারে শেষের দিকে ব্যবধান বাড়ান শিবম মুণ্ডা ।
যদিও ফুটবল ছাপিয়ে এই ম্যাচ চর্চায় উঠে এল অন্য কারণে । ম্যাচের ৩৫ মিনিটের মাথায় রেলওয়ে এফসির প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রমের চোট নিয়ে হইচই পড়ে যায় । মোহনবাগানের মার্শাল কিস্কুর ট্যাকলে বাঁ পায়ের হাঁটুতে গুরুতর চোট পান তারক । যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন তিনি । তাঁর শুশ্রূষা করেন মোহনবাগানের চিকিৎসক ।
অভিযোগ, রেলওয়ে এফসি-র কোনও চিকিৎসক ছিলেন না । ফিজিও ছিলেন । তিনি তারকের চোট পরীক্ষা করে মোহনবাগানের চিকিৎসকের সাহায্যও নেন । তারপর তারকের বাঁ পা দুটি ছাতার সাহায্যে ব্যান্ডেজ করে দেওয়া হয় । সেই অবস্থাতেই তাঁকে আনা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ।
তারক হেমব্রম এর আগে ইউনাইটেড এসসি ও নেরোকা এফসি-তে খেলেছেন । কিছুদিন আগে ভারতীয় দলের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার জেলা দলের হয়েও খেলেছিলেন । জানা গিয়েছে, আপাতত তারককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর চোট কতটা গুরুতর, এখনও স্পষ্ট নয় ছবিটা । তবে এসিএল টিয়ার হয়ে থাকলে মাস ছয়েক মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে ।
মাঠের পরিস্থিতিও খুব একটা শান্তির ছিল না । ম্যাচের ৬৩ মিনিটে দুই দলের মধ্যে গোলমালও বাঁধে । বল দখলকে কেন্দ্র করে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা । রেফারি লাল কার্ড দেখান মোহনবাগানের সালাউদ্দিন ও রেলওয়ের গোলকিপার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে । পরে লাল কার্ড দেখেন রেলওয়ের সৌমিক কোলে । কলকাতা লিগে তিন ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৬ ।