KKR News: কেকেআরের চিন্তা বাড়াল বাংলাদেশি পেসার! কী হল মুস্তাফিজুর রহমানের? জেনে নিন বিস্তারিত

 Kolkata Knight Riders: আইপিএলে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কেকেআর এবার নিলামে দলে নিয়েছে। বাঁ হাতি পেসারকে পেতে নাইটদের খরচ হয়েছে ৯.২০ কোটি টাকা।





আইপিএলে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কেকেআর এবার নিলামে দলে নিয়েছে। বাঁ হাতি পেসারকে পেতে নাইটদের খরচ হয়েছে ৯.২০ কোটি টাকা।


কিন্তু মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৬ অংশগ্রহণ নিয়ে সামান্য অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্স পুরো মরশুম নাও পেতে পারে বাংলাদেশি পেসারকে।

আইপিএল চলাকালীন এপ্রিল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে বাংলাদেশের। ফলে সেই সময় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসারের সার্ভিস নাও পেতে পারে।





তবে পুরো আইপিএল খেলতে না পারার শঙ্কা থাকলেও আশাবাদের জায়গাও রয়েছে। বিসিবি নাকি মুস্তাফিজুরকে নো-অবজেকশন সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে। সেই পরিকল্পনায় তিনি নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে অংশ এড়িয়ে গিয়ে শুধুমাত্র টি–টোয়েন্টি ম্যাচগুলো খেলতে পারেন।


প্রসঙ্গত, এর আগে শাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও লিটন দাস কেকেআরের প্রতিনিধিত্ব করেছে। এবার মুস্তাফিজুর রহমান নাইটদের জার্সিতে ক্যারিশ্মা দেখাতে তৈরি।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post