আইসিসি'র চাপে বিশ্বকাপে ভারতে আসছে বাংলাদেশ? জল্পনার মাঝেই মুখ খুলল বিসিসিআই

 মুম্বইয়ে মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের তাবড় কর্মকর্তারা।




image



সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ম্যাচ অন্যত্র নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসি’কে চিঠি দিয়েছে বিসিবি। তবে এই প্রস্তাবে আইসিসি'র কাছে একবার ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর ভারতীয় ক্রিকেট বোর্ড কী ভাবছে? এদিন বিসিসিআইয়ের মিটিংয়ের পর মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া।



শুক্রবার মুম্বইয়ে মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সভাপতি মিঠুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্ল, সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ প্রমুখ। এদিনের মূল আলোচনা ছিল সেন্টার অফ এক্সেলেন্সের পরিকাঠামো নিয়ে। বেঙ্গালুরুর সিওই-তে অনেক পদ খালি রয়েছে। যা নিয়ে সইকিয়া বলেন, "আমরা এখানে নিয়োগের কাজ দ্রুত শুরু করব। এটা ঠিক যে, বিশ্বের সব জায়গাতেই টেকনিক্যাল ব্যক্তির অভাব রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা পূরণ করার চেষ্টা করব।"



আর বিশ্বকাপ? ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কি আলোচনা হল মিটিংয়ে? না, সেই নিয়ে কোনও কথা হয়নি। সইকিয়া জানান, "আজকের মিটিং ছিল সেন্টার অফ এক্সেলেন্স ও অন্যান্য ক্রিকেটীয় বিষয় নিয়ে। বাংলাদেশ ভারতে আসবে কি না, এটা এখন আর আমাদের আলোচনার বিষয় নয়।" কারণ বিষয়টি এখন আইসিসি'র অধীনে।


জানা গিয়েছে, আগামী শনিবারের মধ্যে বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে ফেলবে আইসিসি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ‘নিষিদ্ধ’ করেছে বিসিসিআই। এই সিদ্ধান্ত ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকী আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বিসিবি সাফ জানিয়ে দেয়, সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ক্রিকেটাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন না। শোনা যাচ্ছে, এবার নয়া অজুহাত খাঁড়া করেছেন বাংলাদেশ বোর্ডের কর্তারা। চিঠিতে তারা যা লিখেছে, সেটার মর্মার্থ হল, আইসিসি যদি ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব নেয়ও তাতেও সমর্থক, সাংবাদিক বা ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post