এশিয়া কাপ ফাইনালে বিতর্কে বৈভব, আউট হয়ে মেজাজ হারাল ১৪ বছরের ক্রিকেটার, অধিনায়ক আয়ুষের সঙ্গে কথা কাটাকাটি পাক পেসারের

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে রান পায়নি বৈভব সূর্যবংশী। আউট হওয়ার পর পাকিস্তানের পেসারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছে সে। তার আগে অধিনায়ক আয়ুষ মাত্রেও ঝামেলায় জড়়িয়ে পড়েছেন।



অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে রান পায়নি বৈভব সূর্যবংশী। ৩৪৮ রান তাড়া করতে নেমে সে আউট হয়েছে ২৬ রানে। বড় ম্যাচে আরও এক বার ব্যর্থ। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে বৈভব। আউট হওয়ার পর পাকিস্তানের পেসারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছে সে। পায়ের জুতো দেখিয়ে কিছু একটা ইঙ্গিত করেছে। বৈভবের এই আচরণ মেনে নিতে পারছেন না কেউই। শুধু সে-ই নয়, তার আগে অধিনায়ক আয়ুষ মাত্রেও ঝামেলায় জড়়িয়ে পড়েছেন

ঘটনাটি ঘটে পঞ্চম ওভারে। তত ক্ষণে ভারতের সাজঘরে ফিরে গিয়েছেন আয়ুষ মাত্রে এবং অ্যারন জর্জ। বৈভব খারাপ খেলছিল না। ৯ বলে ২৪ রান করে ফেলে সে।

এর পরেই ঘটে আসল ঘটনা। আলি রাজ়ার একটি বলে চালিয়ে খেলতে গিয়ে হামজ়া জাহুরের হাতে ক্যাচ দেয় বৈভব। বিপক্ষের সবচেয়ে বিপজ্জনক ব্যাটারকে ফিরিয়ে আবেগ বাধ মানেনি রাজ়ার। তিনি চিৎকার করে, হাত নাড়িয়ে উল্লাস করতে থাকেন।

বিষয়টি পছন্দ হয়নি বৈভবের। সে পাল্টা গিয়ে পাকিস্তানের বোলারকে কিছু একটা বলে। তা শোনা যায়নি স্টাম্প মাইকে। এর পর বৈভব পায়ের জুতো দু’বার দেখিয়ে কিছু একটা ইঙ্গিত করে। তার পর সাজঘরের উদ্দেশে রওনা দেয়।

অনেকেই বৈভবের এই কাজ মেনে নিতে পারছেন না। তাঁদের মতে, আউট হলে চুপচাপ বেরিয়ে যাওয়াই শ্রেয়। বোলার বা বিপক্ষ দল উল্লাস করে তাতানোর চেষ্টা করবেই। তাতে পা না দেওয়াই শ্রেয়। সেই কাজটাই করেছে বৈভব। জুতো দেখিয়ে সে ঠিক কী বলতে চেয়েছে তা নিয়ে জল্পনা চলছে।

তার আগে, তৃতীয় ওভারেই ফিরে যান আয়ুষ। রাজ়ার বলে খোঁচা দিয়ে ফিরে যান। তখনও পাকিস্তানের ক্রিকেটারেরা আগ্রাসী উচ্ছ্বাস করছিলেন। ফিরে যেতে যেতেও ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে কিছু একটা বলেন তিনি। একটি অশ্লীল গালিও দিতে শোনা গিয়েছে আয়ুষকে। আম্পায়ারেরা এসে পরিস্থিতি শান্ত করেন।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post